নাজমুন নাহার সোহাগী। ।
পশ্চিম আফ্রিকার সোনালি সমুদ্র সৈকত থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা! মুক্তির লাল সবুজের উল্লাসে আজ মুখরিত হয়েছিল মনরোভিয়ার সোনালি সমুদ্র সৈকত! সমুদ্রের পাড়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে লাইবেরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের উদ্যেগে উদযাপিত হয়েছিল মহান বিজয় দিবস! আমার বিশ্বভ্রমণের একশ আঠার'তম দেশ লাইবেরিয়াতে আজ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হয়!
মহান বিজয় দিবসই আমাদেরকে এনে দিয়েছে একটি গর্বিত জাতি হিসেবে পরিচয়ের পূর্ণতা! লাল সবুজের পতাকা পেয়েছি বলেই আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে! তাই পৃথিবীর পথে পথে আমাদের এই পতাকা বহন করে চলেছি আমি! মুক্তির চেতনা আমাকে জাগিয়ে তুলেছে পৃথিবীর সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে!
লাল সবুজের পতাকা আমার কাছে একটি শিহরণ, একটি দেশ প্রেম, একটি ভালবাসা! যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ শ্রদ্ধা জানাই সেই সব মহান মুক্তিযোদ্ধাদের! আমরা যে যেখানেই থাকি যেন ভালবাসি বাংলাদেশকে! এগিয়ে যাবে বাংলাদেশ।
লাইবেরিয়া, ১৬ ডিসেম্বর ২০১৮
কমেন্ট করুন