logo
11 : 29 : 46 AM
news image

সিডনিতে বাংলা সংস্কৃতি উৎসব

নিজস্ব প্রতিবদেক, সিডনি (অস্ট্রেলিয়া)।  ।  
বিদেশে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে অস্ট্রেলিয়ার সিডনিতে মোড়ক উন্মোচন হতে যাচ্ছে একটি বিশেষ প্রকাশনার। ১০ নভেম্বর শনিবার সিডনির ওয়াইলি পার্কের এম্ফি-থিয়েটারে আয়োজিত বাংলা সংস্কৃতি উৎসবে ‘নৃ’ নামের এ প্রকাশনার উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে বেলা ২টা ৪৫ মিনিটে উৎসবের জীবনানন্দ মঞ্চে।
বইটি বাংলা সাহিত্যের ছোটগল্প, অণুগল্প, ভাষান্তর গল্প, মুক্তিযুদ্ধবিষয়ক লেখা, কবিতা, ভাষান্তর কবিতা ও গজল, শিল্প সমালোচনা, প্রবন্ধ ও নিবন্ধের মিলনে সাজানো হয়েছে। প্রকাশনাটি সম্পাদনা করেছেন ড. শাখাওয়াৎ নয়ন।|
নৃ-এর মোড়ক উন্মোচনে সকলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলা সংস্কৃতি উৎসবের আয়োজক সংগঠন কবিতা বিকেল।

কমেন্ট করুন

...

সাম্প্রতিক মন্তব্য

Top