মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ১৯৭১ সালের ৫ মে নাটোরের লালপুরের উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশ ফায়ার করে গণহত্যা করে। মুক্তিযুদ্ধ চলাকালীন সারাদেশে উৎপাদন যন্ত্র অচল থাকলেও হানাদার বাহিনীর নাটোর ক্যাম্পের মেজর শেরওয়ানী খানের আশ্বাসে এলাকার আখ চাষীদের স্বার্থ বিবেচনা করে নর্থ বেঙ্গল সুগার মিলের তৎকালীন প্রশাসক লেঃ জেনারেল (অবঃ) আনোয়ারুল আজিম যথারীতি মিলের উৎপাদন অব্যহত রাখেন। কিন্তু হানাদার মেজর তার ওয়াদার বরখেলাপ করে। বর্বর পাক বাহিনী মিলের সব গুলো গেটে তালা লাগিয়ে অবরুদ্ধ করে অবাঙ্গালিদের যোগসাজশে হত্যা যজ্ঞে কোন অবাঙ্গালি যাতে মারা না পড়ে সে জন্য তাদের মাথায় সাদা রুমাল বাঁধা ছিল।...
২৭ জুলাই ছিল বিলমাড়ীয়া হাটের দিন। নিত্য দিনের প্রয়োজনীয় মালামাল ক্রয়-বিক্রয় করতে হাটে আশেপাশের গ্রামের মানুষ ছাড়াও পদ্মার ওপাড় ভেড়ামাড়া ও দৌলতপুর (কুষ্টিয়া) থেকে অনেক মানুষহাটে আসে।এ দিন মৌলভী জামাল উদ্দীনের পথপ্রদর্শনে দুই গাড়ি পাকিস্তানি সেনাবিলমাড়ীয়াহাটে আগমন করে। শুধু গাড়িতে নয়,পায়ে হেঁটেও কিছু সংখ্যকহানাদার সৈন্য সাধারণ পোশাকে হাটে আসে। এ প্রসঙ্গে হাসমত উল্লাহ মোল্লা বলেন ‘আমরা কয়েকজন রাস্তার পাশে বসে গল্প করছিলাম, হঠাৎ দেখি ৭/৮ জন মিলিটারি সিভিল পোশাকে বিলমাড়ীয়ার দিকে যাচ্ছে। তাদের কাছে থাকা অস্ত্রগুলো কাপড় দিয়ে মোড়ানো ছিলো।’ পাকিস্তানি সেনারাএসে সমস্ত হাট ঘিরে ফেলে। হাটে আগত সাধারণ নিরপরাধ মানুষগুলো পাকিস্তানি বাহিনীর আগমনের খবরে ভীত সন্তস্ত্র হয়েপ্রাণ বাঁচাতে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে। এমতাবস্থায় সেনা সদস্যরা এলোপাথাড়ি গোলাগুলি করতে থাকে এবং গুলিবিদ্ধ হয়েতৎক্ষণাৎ অনেকে শহীদ হন।পদ্মার পাড়ে, দোকানের পেছনে, ক্ষেতের আইলে প্রভৃতি স্থানে বিক্ষিপ্তভাবে এসব শহীদের মৃতদেহ দেখতে পাওয়া যায়।...
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের ১৬৯ টি আসনের মধ্যে ১৬৭ টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করে। কিন্তু পাকিস্তানের রাজনৈতিক নেতারা এবং সামরিক শাসক জনগণের নির্বাচিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দলের হাতে ক্ষমতা হস্তান্তর অস্বীকার করেছিলেন।...
স্বাধীনতার ৪৯ বছর পর মুজিব শতবর্ষে সংবর্ধনা পেলেন নাটোরের লালপুর উপজেলার দুই বীরাঙ্গনা। এদের একজন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রোকেয়া বেগম (৬০), অপর জন গোপালপুর পৌর এলাকার গুচ্ছগ্রামের সোহগী (৬৭)। ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর হাতে তাদের নির্যাতিত হওয়ার ঘটনা স্থানীয় সকলের জানা। ব্যক্তিগতভাবে দু-একজন সহনুভুতি জানালেও রাষ্ট্রীয়ভাবে তাদের বীরাঙ্গনা হিসেবে কোন স্বীকৃতি নেই তাদের। বর্তমানে বীরঙ্গনা সোহাগী মানুষের দোয়ারে দোয়ারে ভিক্ষা করেন এবং রোকেয়া বেগম ইটভাটায় কাজ করে জীবন চালান। বীরঙ্গনা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহবান জানান বক্তারা।...
মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন মুক্ত আসরের উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন’৭১-এর দশম সংখ্যা ‘মুক্তিযুদ্ধে রেডিও’। মুক্তিযুদ্ধের সময়ে গণমাধ্যম হিসেবে রেডিওর ভূমিকা ছিল অবিস্মরণীয়। এই গুরুত্বপূর্ণ সংখ্যাটি নিয়ে ২৮ ফেব্রুয়ারি বেলা তিনটায় লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকাশনা উৎসব ও সংবাদ সম্মেলন।...
বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। এই অনন্য ইতিহাসকে স্বীকৃতি দিয়ে ইউনেসকো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বাঙালির আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের দিনটি সারা বিশ্বেই পালিত হয়ে আসছে।...
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে নাটোরে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৯টায় নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলার সাতটি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা তিনটি গ্রুপে জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।...
নিউইয়র্কে @TBN24 ইন্টারভিউ শেষে হঠাৎ করেই দেখা হল আমার প্রিয় ব্যক্তিত্ব অভিনেতা হাসান ইমামের সাথে। পিতৃতুল্য অসম্ভব ভালো একজন মানুষ। মুক্তিযুদ্ধে তাদের মত ব্যক্তিদের অবদানের জন্য আজ আমরা স্বাধীন বাংলাদেশের একটি পতাকা পেয়েছি।...
লোগো বাছাই কমিটির সভায় মুজিববর্ষের ওপর সারা দেশ থেকে জমা পড়া ২ হাজার ৩৮৭টি লোগোর মাঝ থেকে প্রাথমিক বাছাইকৃত ১৩টি লোগো থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের জন্য আজ সর্বসম্মতিক্রমে সেরা ৫টি লোগো বাছাই করা হয়েছে।...
বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সাধারণ জ্ঞানভিত্তিক রিয়েলিটি শোতে অংশ নিয়ে ‘দেশ সেরা বাংলাবিদ’ নির্বাচিত হয়েছেন রাজশাহীর ছেলে শাজেদুর রহমান শাহেদ। ...