অগ্নিদগ্ধ হয়ে মা ও শিশু কন্যা নিহত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বাড়িতে অগ্নিকাণ্ডে মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) রাত ৯টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মৃত রমজান আলীর মেয়ে শাহানাজ বেগম (৪০) ও তার ৮ বছরের মেয়ে মাইশা খাতুন। আর আহতরা হলেন, শাহানাজ বেগমের বৃদ্ধা মা ইয়াতুল বেগম (৭০) ও প্রতিবেশি শহিদুল্লাহর ছেলে সজল (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মৃত রমজান আলীর মেয়ে শাহানাজ বেগমের স্বামী মারা যাওয়ার পর তার মা ও মেয়েকে নিয়ে টিন সেডের একটি ঘরে থাকতেন। পরিবারের সকলেই বুদ্ধি প্রতিবন্ধী। মঙ্গলবার রাত ৯টার দিকে অসাবধানতাবশত কুপি বাতির আগুন থেকে ঘরের পাটকাঠির বেড়ায় আগুন ধরে যায়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ওই নারীর লাশ উদ্ধার করে। এ সময় শিশুসহ ২ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু মাইসা মারা যায়। উদ্ধার কাজে অংশ নিয়ে সজল নামে এক যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, নারী ও শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
দুড়দুড়িয়া ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আলতাফ হোসেন জানান, তারা সবাই এক ঘরে বসবাস করত। ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকাই রান্না শেষে ঘরে প্রবেশ করার সময় দরজার সংলগ্ন পাটকাঠির পালায় আগুন ধরে গেলে তারা ঘরের মধ্যে আটকে আগুনে পুড়ে যায়।
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বির আহমেদ বলেন, আগুন লাগার ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় একজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আরেক শিশু মারা যায়। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে কুপি বাতি থেকে ঘরের পাটকাঠির বেড়ায় আগুন ধরে যাওয়ায় এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এই ঘটনায় দুজন নিহত হয়েছে। থানায় দুর্ঘটনা জনিত মামলা হয়েছে। পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য