logo
news image

বিষপানে গৃহবধূর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে মোছা. রিক্তা খাতুন (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) রাত ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. রিক্তা খাতুন একই এলাকার ওয়াসিম আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী মোছা. রিক্তা খাতুন (৩০) পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে সবার অজান্তে নিজ ঘরের দরজা লাগিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ঘরের দরজা ভেঙ্গে  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে তার অবস্থা আশংকাজনক হওয়ায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য