logo
news image

চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৫ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন পাশ্ববর্তী বাঘা উপজেলার খানপুর গ্রামের তৌহিদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও হাসমত প্রামানিকের ছেলে মোরসেলিন (৩৭)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লালপুর থানা পুলিশ উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ লিটার চোলাইমদসহ আশরাফুল ইসলাম ও মোরসেলিন নামে দুইজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য