বাগাতিপাড়ায় আওয়ামী লীগের কর্মী সমাবেশ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বৈরী আবহাওয়ার মধ্যেও আওয়ামী লীগের বিশাল কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজ মাঠে ওই সমাবেশ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ। এছাড়া জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু, জামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। সমাবেশটি সঞ্চালনা করেন জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান।
সাম্প্রতিক মন্তব্য