logo
news image

আব্দুস সালামের ৩১তম মৃত্যুবার্ষিকী

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শহীদ কমরেড ‘আব্দুস সালাম’ এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও গণজমায়েত অনুষ্ঠিত হবে। তিনি ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২নং গেটের সামনে বেলা ১০ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে খুন হন।
শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে উপজেলার গোপালপুর পৌরসভার কড়ইতলায়  স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন রাশেদ খান মেনন এমপি।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে থাকবেন নূর আহম্মেদ বকুল। বক্তব্য রাখবেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সুকুমার সরকারসহ নাটোর জেলার নেতৃবৃন্দ।
মো. আব্দুস সালাম: নাটোরের লালপুরের বাওড়া গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন কমরেড আব্দুস সালাম। পিতা মরহুম আব্দুর রহমান ছিলেন একজন জোতদার ও মাতা মরহুম জেলেহার বেগম।
তিনি বাওড়া প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৭২ সালে পঞ্চম শ্রেণি, ১৯৭৮ সালে গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে আব্দুলপুর সরকারি কলেজে ভর্তি হন। ১৯৮১ সালে আব্দুলপুর কলেজ ছাত্র সংসদ নির্বাচন করেন।
তাঁর নেতৃত্বে ১৯৭৭-১৯৭৮ আখ মাড়াই মৌসুমে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ সালের ৫ অক্টোবর নাটোর চকবৈদ্যনাথ মাঠে আখচাষী সমিতির জনসভা করেন। ১৯৯০ সালে তিনি লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনি নিজ বাড়িতে ‘নজরুল জ্ঞানালয়’ নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ লেখক শিবিরের সদস্য ছিলেন। এই গুণী ফুটবলার লালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরবঙ্গ চিনিকল সমিতির তিন মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২নং গেটের সামনে আনুমানিক বেলা ১০ টার দিকে সন্ত্রাসীদের গুলিতে খুন হন।

সাম্প্রতিক মন্তব্য

Top