logo
news image

রোগযন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দীর্ঘদিন অসুস্থত থাকায় রোগযন্ত্রণা সইতে না পেরে আব্দুল মালেক (৮০) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার সোনাই মল্লিকের ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চকনাজিরপুর গ্রামের আব্দুল মালেক দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরে থাকা পোকা মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ন। বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই বিষক্রিয়ায় ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য