logo
news image

আওয়ামী লীগের কর্মী সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাগাতিপাড়ার সান্যালপাড়ায় (বকুলতলা) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহমুদুল হক মুকুলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জয়, সাবেক সহসভাপতি মো. এসকেন্দার মির্জা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল বাশার ভাদু, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান বাবু, সাবেক সহদপ্তর সম্পাদক মো. আফজালুর রহমান, সাবেক সদস্য মো. কামরুজ্জামান লাভলু, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তোফা, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, কদিমচিলান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছারুল ইসলাম, নাটোর জেলা তাঁতী লীগের সহসভাপতি মো. আলতাব হোসেন কুটি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাঘা, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top