অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত ডিআইজি (পুলিশ হেডকোয়ার্টার্স) মো. আলমগীর কবীর পরাগ। বিশেষ অতিথি ছিলেন জাপান গ্রুপের (জেন মিরাই জাপান কোম্পানি লিমিটেড) টোকিও হেডকোয়ার্টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাওয়ামোটো ইয়াসুহিরো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেনজীর আহমেদ, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মো. আক্তার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য