logo
news image

জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে শোভাযাত্রা, উন্নয়ন মেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩) সমাপনী দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেনজীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top