লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি ৩০০ পিস ইয়াবাসহ মো. মো. মামুন অর রশিদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর ২০২৩) আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার মনিহারপুর গ্রামের মো. গাজীউর রহমানের ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবগত রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ মো. মামুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারা অনুযায়ী থানায় মামলা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামি মো. মামুন অর রশিদ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে তার কাছে মাদকদ্রব্য ইয়াবা রাখার কথা স্বীকার করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য