লালপুরে দেশি রিভলভার ও গুলিসহ আটক ১
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলিসহ মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর ২০২৩) ভোর ৩টার দিকে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. আব্দুর রাজ্জাক উপজেলার চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের কাচু মন্ডলের ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবগত রাত সোয়া ৮টার দিকে লালপুর থানাধীন আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে চংধুপইল ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক অবৈধ অস্ত্রসহ তার নিজ বসতবাড়িতে অবস্থানের খবর পায়। এ সংবাদের ভিত্তিতে টহল টিমের ইনচার্জ এসআই মানিক (আব্দুলপুর তদন্ত কেন্দ্রে কর্মরত) তাৎক্ষণিকভাবে বড়াইগ্রাম সার্কেল, তদন্ত কেন্দ্রের আইসি ও লালপুর থানার ওসিকে অবহিত করেন। তাঁদের নির্দেশ মোতাবেক এএসআই শামীম ও অন্যান্য ফোর্সদের নিয়ে মো. আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রাজ্জাক বাড়ি হতে পালিয়ে যান। এ সময় তার বাড়িতে তল্লাশী করে তার শয়নকক্ষ হতে একটি ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওই রাতেই নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের (পিপিএম) দিকনির্দেশনায় বড়াইগ্রাম সার্কেল শরিফ আল রাজীবের নেতৃত্বে লালপুর থানার একটি চৌকস আভিযানিক দল রাতভর অভিযান চালিয়ে আসামি আব্দুর রাজ্জাককে আব্দুলপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত আসামি আব্দুর রাজ্জাক অস্ত্র ও গুলি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে তার কাছে রাখার কথা স্বীকার করেন। শনিবার আদালতের মাধ্যমে তাদে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য