পেটের যন্ত্রণায় যুবকের আত্মহত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পেটের পিড়া সইতে না পেরে বিষপান করে গোপাল কুমার (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের বীরেন্দ্রনাথের ছেলে।
জানা যায়, গোপাল কুমার দীর্ঘদিন যাবত পেটের পিড়ায় ভুগছিলেন। এই কারণে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝে মধ্যে চিকিৎসা নিতেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ২০২৩) রাত সাড়ে ৯টার দিকে পেটের ব্যাথা বেশি হলে নিজ বাড়িতে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য