logo
news image

বাউয়েটে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) স্কাইলাইট হলে বাউয়েট ডিবেটিং সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ‘বিতর্ক কর্মশালা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান প্রশিক্ষক বাংলাদেশ বেতার রাজশাহী কেদ্রের উপআঞ্চলিক পরিচালক মোহাম্মদ মুনিরুল হাসান বিতর্ক কর্মশালা পরিচালনা করেন।
এসময় শিক্ষার্থীরা বিতর্কের বিভিন্ন খুিঁটনটি সম্পর্কে জানতে পারেন। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম এসপিপি, পিইঞ্জ।
এছাড়াও আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী উৎসব রায় দীপ্তর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাউয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি ও আইন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষককে ক্রেস্ট প্রদান করেন।

সাম্প্রতিক মন্তব্য