logo
news image

যাত্রীবেশে এক নারীর টাকা ছিনতাই

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শিরিনা খাতুন (২২) নামে এক নারীর এনজিও হতে উত্তোলন করা ৭০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) রাতে এ ঘটনায় ওই নারীর স্বামী লালপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই দিন দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার বিরোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারী উপজেলার ওয়ালিয়া এলাকার হৃদয় হোসেনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে মোছা. শিরিনা খাতুন তার ২ বছরের শিশুকে সাথে নিয়া গোপালাপুর পৌর বিরোপাড়া ব্রাক এনজিও অফিস হতে ৭০ টাকা উত্তোলন করেন। তারপর গোপালপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে ব্রাক অফিসের সামনে পাকা রাস্তায় চলাচলরত অটোভ্যানে উঠেন। একই সময় ব্রাক অফিসের সামনে থাকা আরও অজ্ঞাত ২ জন মহিলা ও ১ জন পুরুষ ওই ভ্যানে উঠে। তারপর গোপালপুর বাজারে যাওয়ার সময় আশা এনজিও অফিসের উত্তরে সাকো পার হয়ে রাস্তার বাঁকে অটোভ্যানটি থামিয়ে ওই নারীকে টাকা দিতে বলে। তিনি রাজি না হলে কোলের ছেলের ক্ষতি করার হুমকি দিয়ে টাকা ছিনিয়ে নেয় এবং রুমালে চেতনা-নাশক ওষুধ মুখে চেপে ধরে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালপুর ইবনেসিনা ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য