logo
news image

কুপিয়ে জখম মামলার আসামি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি 
নাটোরের লালপুরে মহির উদ্দিন নামের এক বৃদ্ধকে কুপিয়ে আহত করার মামলার আসামি সোহেল রানাকে (৩২) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
 সোহেল রানা উপজেলার চংধুপইল ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামের উসমান আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৩ সেপ্টেম্বর উপজেলার চংধুপইল ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামে গবাদিপশুর খাবারের জন্য আখের পাতা কাটায় মহির উদ্দিন নামের এক বৃদ্ধকে হাসুুয়া দিয়ে ঘারে কুপিয়ে জখম করেন সোহেল রানা।
এ ঘটনায় বৃদ্ধের ছেলে রেন্টু আলী গত ৫ সেপ্টেম্বর সোহেল রানাকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে সোহেল রানা পলাতক ছিলেন। শুক্রবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। 

সাম্প্রতিক মন্তব্য