logo
news image

আ.লীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২৩) আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক আসামি উপজেলার ডাঙ্গাপাড়া চিলান গ্রামের সাত্তার প্রামানিকে ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা খুনের মামলার ৫ নং আসামি মো. সাইফুল ইসলামকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গণি প্রামাণিককে (৪৫) হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। গত ৩ সেপ্টেম্বর ২০২৩ সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাচিলান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত আখের আলীর ছেলে, কদিমচিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মৃধা হত্যা মামলার ১নং আসামি ছিলেন। ওই ঘটনায় নিহত ওসমান গনির ভাতিজা কুতুব উদ্দিন বাদি হয়ে রোববার রাতে ২৫ জন নামীয় ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধাকে গত ১ জানুয়ারি বেলা তিনটার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া চিলান এলাকায় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি ২০২৩ মারা যান।

সাম্প্রতিক মন্তব্য