logo
news image

নারীসহ দুই ইমো প্রতারক গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
ইমো প্রতারণার মামলায় নাটোরের লালপুরে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকায়া গ্রামের লোকমান সরদারের ছেলে স্বাধীন মিয়া (২২) ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন (৪৫)।
লালপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা (পশ্চিমগাও) গ্রামের রাসেল মিয়ার স্ত্রী মোছা. রাহানা খাতুন (৪১) লালপুর থানায় একটি ইমো প্রতারণার মামলা দায়ের করেন। ওই মামলায় বলা হয়, লালপুরের সোহাগ মিয়া (২৫), স্বাধীন মিয়া (২২) ও সামিয়ারা ইয়াসমিন (৪৫) জোগসাজশে অভিযোগকারী মোছা. রাহানা খাতুনের ছেলে মো. অপু মিয়া (২২) ও মেয়ের স্বামী মো. রুবেল মিয়ার (৩৩) সাথে ইমো প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন। এ প্রেক্ষিতে লালপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমো প্রতারণার মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত। অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য