সাম্যবাদী দলের জেলা সম্পাদক মিঠু
লালপুর (নাটোর) প্রতিনিধি
বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) নাটোর জেলা শাখার কর্মী সভায় মনজুর রহমান মিঠুকে সম্পাদক করে ১০ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন নতুন কমিটির সম্পাদক।
তিনি বলেন, গত মঙ্গলবার নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) নাটোর জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পলিটব্যুরো সদস্য লুৎফর রহমান।
নাটোর জেলা শাখার আহবায়ক মহাদেব সরকারের সভাপতিত্বে ও মনজুর রহমান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য এ্যাড. জাহাঙ্গীর আলী, এ্যাড. বীরেন সাহা, ইঞ্জিনিয়ার সামসুজ্জোহা, নাটোর উপজেলা সম্পাদক ফজলুল হক, মুনছুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সমর্থনে প্রস্তাবিত নাটোর জেলা কমিটি পাশ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কমরেড লুৎফর রহমান ও সভাপতি মহাদেব সরকার কমিটি অনুমোদন করেন।
নতুন কমিটির সদস্যরা হলেন, উপদেষ্টা-এ্যাড. জাহাঙ্গীর আলী ও এ্যাড. বীরেন সাহা। সম্পাদক-মনজুর রহমান মিঠু। সদস্য-মহাদেব সরকার, ফজের আলী, আবু তালেব, মুনছুর রহমান, আবু সাদাত মিন্টু, আব্দুল করিম ও সুমন কুমার শীল।
জীবনবৃত্তান্ত: নাটোর জেলার লালপুর উপজেলার রামানন্দপুর গ্রামে ১৯৮২ সালের ২৫ আগস্ট নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মনজুর রহমান মিঠু। পিতা আব্দুল মতিন ও মাতা মোছা. মহিমা বেগমের তিন পুত্র ও এক কন্যার মধ্যে তিনি জ্যৈষ্ঠ সন্তান। স্ত্রী মোসা. শাহরিমা খাতুন। সন্তান মেয়ে মাহিন্তী রহমান, ছেলে শাম্য রহমান।
ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন কবিতা লেখা শুরু এবং নবম শ্রেণিতে পড়ার সময় ‘দৈনিক দূর্জয় বাংলা’ পত্রিকায় ‘জয়-পরাজয়’ কবিতা প্রথম প্রকাশিত হয়। এরপর থেকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁর লেখা প্রকাশিত হতে থাকে। দশম শ্রেণির ছাত্রাবস্থায় তিনি প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন এবং মার্কসবাদী ধারার রাজনৈতিক চর্চা শুরু করেন। তিনি শ্রমিক-কৃষক-মেহেনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যান। রাজপথের আন্দোলনের পাশাপাশি কবিতা ও কলাম লেখাকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম মনে করেন। প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক পদে থাকাকালীন যুদ্ধাপরাধের সর্বোচ্চ বিচারের পাঁচ দফা দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ২০২৩ সালের ৫ সেপ্টেমব্র বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) নাটোর জেলা শাখার কর্মী সভায় সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘তোমাকে ভালবাসি বনলতা সেন’ অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়।
সাম্প্রতিক মন্তব্য