logo
news image

অবসরে গেলেন বাগাতিপাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহাদ আলী দীর্ঘ কর্মময় জীবন শেষে গত ৩ সেপ্টেম্বর অবসরে গেলেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি এক বিদায় সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা তার কর্মময় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব প্রমুখ।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী ১৯৯৪ সালের ২৪ অক্টোবর কর্মময় জীবনে প্রবেশ করেন। প্রথমে তিনি থানা প্রকল্প কর্মকর্তা হিসেবে বগুড়া সদর উপজেলায় যোগদান করেন। পরে ২০০৫ সালে তিনি রাজস্বখাতে স্থানান্তরিত হন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ লাভ করেন। বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ৫ নভেম্বর তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে বাগাতিপাড়া উপজেলায় যোগদান করেন। টানা ১১ বছর একই পদে নিযুক্ত থেকে সুনামের সাথে দায়িত্বপালন শেষে গত ৩ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহন করেন।

আহাদ আলী ১৯৬৪ সালের ৪ সেপ্টেম্বর নাটোরের মোহনপুর গ্রামে বাবা কছের আলী ও মা জেলেখা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহন করেন।

তিনি নাটোরে কসবা প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পর বাগাতিপাড়ার জিগরি উচ্চ বিদ্যালয় থেকে১৯৮১ সালে এসএসসি, নাটোর সরকারি এনএস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top