logo
news image

প্রতিপক্ষের গুলিতে নারীসহ আহত ৪

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমি নিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে নারীসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের লালপুর ও রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
রোববার (৩ সেপ্টেম্বর ২০২৩)  উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
আহতরা হলেন উপজেলার মোহরকায়া গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম (৫০) ও তার ছেলে আসাদ (৩০), ফজল আলীর ছেলে বজলুর রহমান (৩৩) ও শাহাদাত আলীর ছেলে হান্নান (৪০)।   
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের রহমত আলীর ছেলে আফাজ উদ্দিনের সঙ্গে বাকনাই গ্রামের আবু বক্করের মধ্যে রসুলপুর মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে আবু বক্কর ও তার লোকজন অবৈধ অস্ত্র নিয়ে রসুলপুরের জমি দখল নিতে গেলে আফাজের লোকজন তাদের বাধা দেয়। এ সময় আবু বক্করের লোকজন তাদের ধাওয়া করে এক পর্যায়ে শর্টগানের গুলি ছুড়লে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। আহতদের মধ্যে আসাদ, বজলু ও হান্নানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর হাসিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, আসাদ ও হান্নানের বাম পায়ের উরুতে, বজলুর ডান পায়ের উরুতে ও হাসিনার মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। তিনজনকে রাজশাহীতে রেফার্ড ও হাসিনাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সাম্প্রতিক মন্তব্য