logo
news image

বাগাতিপাড়ায় বাধার মুখে মেয়র লেলিনের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিনের নেতৃত্বে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। তবে বিএনপি নেতাদের অভিযোগ, বিভিন্ন বাধার মুখে তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করতে হচ্ছে।

‘প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার-নিপাত যাক স্বৈরাচার’ প্রতিপাদ্যে শুক্রবার বিকালে লক্ষনহাটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা নয়ন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খোদেজা বেগম আল্লাদী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মিঠু, সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, বাগাতিপাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শামীম সরকারসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দলের সকলের নেতৃবৃন্দ জন্য দোয়া ও শেষে তবারক বিতরণ করা হয়।
মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন বলেন, বিএনপি করতে কলিজা লাগে। বিভিন্ন বাধা উপেক্ষা করে সিংহের কলিজা নিয়ে বিএনপি নেতা-কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি, আমাদের বিজয় সুনিশ্চিত। তারেক জিয়া যে কোন আন্দোলনে ডাক দিলে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। দলকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তারেক জিয়াকে দেশে ফেরত আনতে হবে, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা করাতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে জেলের ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, আমরা জেল-জুলুমকে ভয় করিনা। আমরা বিএনপি করি, আমাদের জেল খাটতে হবে এটা স্বাভাবিক। আমাদের পরিবারের সদস্যরাও সেই প্রস্তুতি নিয়ে রাখে। যে কোন সময় পুলিশের হাতে আমাদেরকে তুলে দিতে হবে। তিনি আরো বলেন, সব বাধাকে উপেক্ষা করেই আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। 

সাম্প্রতিক মন্তব্য

Top