শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে এক ছেলেশিশুকে ধর্ষণ ও অপর দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শফিউল ইসলাম (৬০) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩) লালপুর আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, শফিউল ইসলাম একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত আজহার প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি লালপুরের মাধবপুরে ভাড়া বাসায় থেকে কাঠের ব্যবসা করেন। ভুক্তভোগী শিশুদের তিনি সালামপুরের একটি করাতকল থেকে প্রলোভন দেখিয়ে ডেকে এনেছিলেন।
লালপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, শফিউল ইসলাম গতকাল বুধবার বিকেলে তিন ছেলেকে (১১ থেকে ১৩ বছর বয়স) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর মাধবপুরের ভাড়া বাসায় নিয়ে আসেন। একপর্যায়ে তিনি এক শিশুকে ধর্ষণ ও অপর দুই শিশুকে ধর্ষণচেষ্টা করেন। এতে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে এবং শফিউল ইসলামকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। অসুস্থ শিশুদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এক শিশুর অভিভাবক বাদী হয়ে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শফিউল ইসলামকে বৃহস্পতিবার বিকেলে লালপুর আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। লালপুর আমলি আদালতের জিআরও বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক মন্তব্য