logo
news image

গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মায়ের উপর অভিমান ও হতাশা গ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে তানভীর ইসলাম শুভ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) ভোর রাতে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি (ভাঙ্গাপাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে।
সে ওই মহল্লার রবজেল মন্ডলের ছেলে।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, সোমবার  (২২ আগস্ট ২০২৩) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তানভীর তার মায়ের সাথে খাবার নিয়ে ঝগড়া করে নিজ ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ে। তার মা রাত ২টার দিকে তার মা খাবার নিয়ে ছেলের ঘরে গিয়ে টিনের দরজা দিয়ে দেখেন ছেলের ব্যবহৃত প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে তীরের সাথে ঝুলে আছে। মায়ের ডাক চিৎকারে বাবা ও বড় ভাইসহ আশপাশের লোকজন ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
গোপালপুর পৌরসভার কাউন্সিলর আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মায়ের উপর অভিমান করে ওই কিশোর আত্মহত্যা করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য