logo
news image

গলায় ছুরি মেরে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার গ্রেপ্তার ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের রামাগাড়ী এলাকায় গলায় ছুরি মেরে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট ২০২৩) দিবাগত রাতে বড়াইগ্রাম ও লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগাতিপাড়া উপজেলার মৃত আইয়ুব আলীর ছেলে আশরাফুল হক আবু (৩২), পেরাবাড়িয়া গ্রামের আল আমিনের ছেলে নাসিম হোসেন (১৬) ও বড়াইগ্রামের কাটাশকোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুরুজ আলী (১৯)।
থানা সুত্রে জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিম কারিগরপাড়া) গ্রামের মৃত আবু বক্করের ছেলে ভ্যানচালক আবু তালেব (৪৫) রাত ৮টার দিকে চারজন যাত্রী নিয়ে ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ি বাজারের উদ্দেশে রওনা দেন। রামাগাড়ি বাজার এলাকায় বাঁশের ঝাড় নিকট পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালক আবু তালিবের উপর আক্রমণ করে। এসময় সুরুজ আলী ও নাসিম হোসেন চাকু দিয়ে ভ্যান চালক আবু তালেবের গলায় আঘাত করে। চালক মাটিতে লুটিয়ে পড়লে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি অবগত হওয়ার পরপরই নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের (পিপিএম) সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীবের নেতৃত্বে ও বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ  আবু সিদ্দিক, এসআই আব্দুল বারেক, এসআই আকরামুজ্জামান,  এসআই জব্বার, এসআই শরীফসহ অন্যান্য অফিসার-ফোর্স অপারেশন পরিকল্পনায় সর্বাত্মক তদন্ত ও অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে তথ্যের ভিত্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম ও লালপুর থানার বিভিন্ন এলাকা হতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযুক্ত-আসামিদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ঘটনা জানা পর থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি মাধ্যমে ছিনতাইয়ে জড়িত তিনজন গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে ব্যাটারী চালিত অটোভ্যান ও ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা ঘটনারসাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সাম্প্রতিক মন্তব্য