লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গ্রাহক সেবায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ লালপুর জোনাল আফিসের উদ্যোগে উঠান বৈঠক, গনশুনানি ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট ২০২৩) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে পদ্মা নদীর চরের রসুলপুর আবাসন প্রকল্পে এতে প্রধান অতিথি ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-২ লালপুর জোনাল আফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু, পবিসের এজিএম (ওএন্ডএম) মো. ওয়ালিউল ইসলাম, ওয়্যারিং পরিদর্শক (অ.দা.) মো. তোহিদুল ইসলাম প্রমুখ। এ সময় পবিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
ডিজিএম মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার হিসেবে নির্মিত রসুলপুর আবাসন প্রকল্পে ২৪০টি গৃহে বিনামূল্যে লাইন নির্মাণ ও হাউজ ওয়্যারিং সম্পন্ন করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। এ সকল পরিবারের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন, গনশুনানি ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি।
বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু সভায় নতুন বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী গৃহহীন পরিবার সাথে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের সুবিধা, নিয়ম, সতর্কতা সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
সাম্প্রতিক মন্তব্য