logo
news image

বৈষম্য দূরীকরণে সরকার সর্বজনীন পেনশন চালু করেছে-এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, সামাজিক বৈষম্য দূরীকরনে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। শনিবার বিকালে তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠণের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি আরো বলেন, ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে অশুভ চক্ররা সাম্প্রদায়িকতাকে উসকে দিয়েছে। যে মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, সেই চেতনাকে ওরা ভুলুণ্ঠিত করতে চায়। ওরা আমাদের জাতীয় পতাকা খামচে ধরতে চায়।

শহিদুল ইসলাম বলেন, ওরা আমার দেশের স্বাধীনতা মানতে পারেনা। আমার বাংলাদেশকে ওরা স্বীকার করেনা। যারা স্বাধীনতা মানবে না, যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল থাকবে না, যাদের সংবিধানের প্রতি আস্থা-বিশ্বাস নেই তাদের রাজনীতি করতে দেবো না। 

পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে বিশ্ববাসীকে আমরা তাক লাগিয়েছি। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম টারজানের সভাপতিত্বে সাধারন সম্পাদক বিপ্লব কুমার বিপুর সঞ্চালনায় অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইউনূস আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, মহিলা আওয়ামীলীগের ফরিদা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রধান শিক্ষক কাইসার ওয়াদুদ বাবর প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top