ঈশ্বরদীতে মাছের পোনা অবমুক্তকরণ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে ঈশ্বরদীতে উপজেলা মৎস্য অধিদফতরের অধীনে উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক খাস পুকুরে ৩শ ৩৪ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস উপজেলা চত্বরে এবং আশ্রায়ণ প্রকল্পের পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস। সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য