জাতীয় শোক দিবসে সভা ও দোয়া
লালপুর (নাটোর) প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩ ) বিকেলে উপজেলার গোপালপুর কড়ইতলা জাতীয় শোক দিবস পালন কমিটির সভাপতি বদিউর রহমান বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাভলু, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়ে পরে তবারক বিতরণ করা হয়।
সাম্প্রতিক মন্তব্য