logo
news image

মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট ২০২৩) উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক  মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।
এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে উপস্থিত লোকজনকে অবহিত করা হয়। সবাইকে এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়। একইসাথে অভিযুক্তদের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ১০ দ্বারা নির্ধারিত ফর্মে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হওয়ার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়েছে। 
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা খাতুন, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সাম্প্রতিক মন্তব্য