logo
news image

নাটোর জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে

লালপুর (নাটোর) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ প্রদানের মাধ্যমে বুধবার সারা দেশের ১২টি জেলাসহ ১২৩টি উপজেলাকে ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট ২০২৩) এক প্রেস বিজ্ঞপ্তিতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা জানান,  ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নাটোর সদর ১০০টি, সিংড়া ৩৫৯টি এবং নলডাঙ্গা ১০৮টি মোট ৫৬৭টি এক গৃহ প্রদান করা হবে। নাটোর জেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৪র্থ পর্যায় (২য় ধাপে) মোট ৫৬১৯টি একক গৃহ প্রদানের মাধ্যমে ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহনি মুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে।
লালপুর উপজেলায় ৫৮৯টি একক গৃহ প্রদানের মাধ্যেমে ২০২৩ সালের ২২ মার্চ ‘ক’’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, এ পর্যায়ে সারাদেশে জমিসহ ঘর পাচ্ছেন আরো ২২ হাজার ১০১টি পরিবার। বুধবার আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ১২টি জেলার ১২৩টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন তিনি। জেলা হচ্ছে মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি। আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছে। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন ২৮ লাখ মানুষ। উপকারভোগীর সংখ্যা ও পুনর্বাসন পদ্ধতি বিবেচনায় এটি বিশ্বের বৃহত্তম সরকারি পুনর্বাসন কর্মসূচি। দেশের সব উপজেলায় প্রায় ২৫ হাজার স্থানে এসব গৃহ নির্মিত হয়েছে। উপকারভোগীদের বসতবাড়ির জন্য সারা দেশের প্রায় ২৪ হাজার একর খাসজমি ব্যবহার করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের সকল জেলা ও উপজেলাকে ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য