ট্রেনের তেল বিক্রির দায়ে ড্রাইভার বরখাস্ত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল তেল বিক্রির দায়ে পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনকে (৩৭) সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৭ আগস্ট ২০২৩) পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল তেল বিক্রির দায়ে পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনকে (৩৭) সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন-অর রশীদকে আহ্বায়ক এবং পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট আরিফুল ইসলাম আরিফ ও পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এ কে এম সালেহ আকরামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার দিবাগত রাত ১০ টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের বৈদ্যুতিক কার্যালয় থেকে কন্ট্রোল অর্ডারের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, রোববার রাত সোয়া ৮টার দিকে আরএনবি গোয়েন্দা রাজশাহী শাখার একটি অভিযানিক দল আজিমনগর স্টেশনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে পাবনার ঈশ্বরদী রুটে চলাচলকারী আন্তনগর কমিউটার এক্সপ্রেস চলন্ত ট্রেনের ৫৪১৮ নাম্বার পাওয়ার কার থেকে বোতলে করে ৪৫ লিটার ডিজেল তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভার বগুড়ার আদমদিঘী উপজেলার ছাকনি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে হেলাল উদ্দিন (৩৬) ও ক্রেতা নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়ার মৃত আকিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামানকে (৩৬) হাতেনাতে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ৬টি জার ভর্তি ৪৫ লিটার ডিজেল তেলসহ তাদেরকে ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে হস্তান্তর করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুজ্জামান রোমেল বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরএনবি একটি মামলা দায়েরে করেছে। সোমবার জব্দকৃত আলামতসহ আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য