লালপুর পাবলিক লাইব্রেরির কমিটির অভিষেক
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর পাবলিক লাইব্রেরির নবগঠিত দ্বি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট ২০২৩) সন্ধ্যায় লাইব্রেরি ভবনের ৪র্থ তলায় অভিষেক অনুষ্ঠানে
প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীনভ্যালী পার্কের এমডি নূরীয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুরের কৃতী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, প্রকৌশলী মোস্তফা জাকির আহম্মেদ , লালপুর পাবলিক লাইব্রেরির বিদায়ী সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু।
উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ওয়ারেস মো. ইকবাল, আশরাফুল আলী বাদল, খলিলুর রহমান মুন্সী, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আবু বকর সিদ্দিক পলাশ, ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমজাদ হোসেন, আশরাফুল আলম লুলু, আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সামসুজ্জোহা জোহা, সুলতানুজ্জামান টিপু, গোলাম সরোয়ার মিলন, আরিফুল ইসলাম, সুর সাগর ললিতকলা একাডেমির সভাপতি রুহুল কুদ্দুস কোহেল, লালপুর থিয়েটারের সভাপতি এ কে আজাদ সেন্টু, সাধারণ সম্পাদক নুর ইসলাম রুবেল, প্রাকীর্তি নিরাপদ রক্তদদাতা সংগঠন প্রাণরসের সাধারণ সম্পাদক টুটুল, লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, ফাউন্ডেশন ও লাইব্রেরির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনকে সভাপতি ও চরজাজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ বি এম তৌফিক সরোয়ার চপলকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন নূরীয়া পারভীন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী ও তপন কুমার রায়, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান ও জামিল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব, দপ্তর সম্পাদক আছিরুল ইসলাম, সহদপ্তর সম্পাদক লিটন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার বিথী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক দীপেন্দ্রনাথ সাহা, ক্রীড়া সম্পাদক ওসমান গনি পিপুল, সাহিত্য সম্পাদক সারোয়ার জাহান মানিক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আজমল হোসেন তমাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আকরাম হোসেন।
সদস্য-আব্দুল ওয়াদুদ, হারুনুর রশিদ, আরিফুল ইসলাম, নাসিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, আশরাফুন্নাহার, নজরুল ইসলাম, কায়সার হামিদ, শুভ্র কুমার দাস, তুহিনুজ্জামান চঞ্চল, তুষার ইমরান, রাজিব হোসেন ও জহুরুল ইসলাম।
উল্লেখ্য-গত ৩ জুলাই সন্ধ্যায় উন্মুক্ত আলোচনা সভা শেষে কমিটি গঠন করা হয়।
'আলোকিত মন–আলোকিত মানুষ–আলোকিত সমাজ' এই স্লোগানে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় লালপুর পাবলিক লাইব্রেরি।
এছাড়াও অনুষ্ঠানে ৪১তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত জুয়েল আলী ও লালপুর পাবলিক লাইব্রেরি সেরা পাঠক নির্বাচিত হওয়ায় লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. সালমান সাদিক রাফিকে সংবর্ধনা দেওয়া হয়।
সেই সাথে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২২ ও ২০২৩ লালপুর উপজেলা পর্যায়ে সুর সাগর ললিতকলা একাডেমী ও লালপুর থিয়েটারের দুই শিক্ষার্থী সাফিয়া ইসলাম মেধা ও মিফতাহুল জান্নাত প্রত্যাশা ক ও খ বিভাগে অংশ গ্রহণ করে দুইজন ৬ টি করে মোট ১২ বিষয়ে প্রথম স্থান অধিকার করে। পাশাপাশি তাঁরা নৃত্যে ও গানে নাটোর জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সাফিয়া ইসলাম মেধা লালপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং মিফতাহুল জান্নাত প্রত্যাশা ইকরা কম্পিউটার একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্রী। তারা লালপুর সুর সাগর ললিতলা একাডেমি ও লালপুরের থিয়েটারের শিক্ষার্থী।
সাম্প্রতিক মন্তব্য