logo
news image

বাউয়েটে একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৩তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম এসপিপি, পিইঞ্জ এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সিল সভায় ২২তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ২০২৩ সেমিস্টারের ভর্তি পরীক্ষার সার্বিক অগ্রগতি উপস্থাপন, শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের আবেদন অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারগণের উচ্চ শিক্ষায় ভর্তি অনুমোদন, ফল ২০২২ সেমিস্টারের সকল বিভাগের (ব্যবসায় প্রশাসন বিভাগের ৭ম ব্যাচ ৪র্থ বর্ষ ২য় সেমিস্টার ব্যতীত) ফাইনাল পরীক্ষার ফলাফল অনুমোদন। ইইই, আইসিই, ইংরেজী ও বিবিএ বিভাগের বিভিন্ন ব্যাচের রেফার্ড/ইমপ্রম্নভমেন্ট পরীক্ষার ফলাফল অনুমোদন, পুরকৌশল বিভাগের পুরাতন সিলেবাসের একজন শিক্ষার্থী নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালানোর জন্য ক্রেডিট সমন্বয় এবং পিপিলিকা সফট কোম্পানি কতৃর্ক ডেভেলপকৃত অটোমেশন সফ্টওয়্যার ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য—রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং অন্যান্য সদস্যবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য