বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দিক-নির্দেশনায় ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ ও বিােভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান এমপি পূত্র তোহিদুজ্জামান দোলন বিশ্বাস বিক্ষোভের নের্তৃত্ব দেন।
সোমবার (৩১ জুলাই) বিকালে পৌর শহরের আকবরের মোড় এলাকা থেকে বিােভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে বাজারের এক নম্বর গেটে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্র্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিদ মোর্শেদ খান রুশো। প্রধান বক্তা ছিলেন এমপি পূত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
দোলন বিশ্বাস বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। জনগণকে সাথে নিয়ে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করতে রাজপথে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ ও অংগ সংগঠানের নেতাকর্মীরা। সাংবিধানিক পন্থায় নির্বাচন নিয়ে বিএনপি কোন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হলে এবং দেশের উন্নয়নে অগ্রযাত্রায় বাধা প্রধান করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। উন্নয়নের অগ্রযাত্রায় দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ।
ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক সভাপতি আজাহার আলী মালিথা, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনিস, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস জাহিদ হোসেন, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান, যুবলীগ নেতা ওয়াকিল আলম, জুয়েল রানাসহ আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য