logo
news image

নৌকায় ভোট চাইলেন এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক।।
সার্বিক উন্নয়নের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায়  আপনাদের কাছে ভোট চাই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। সুবিধা বঞ্চিত মানুষেরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুযোগ সুবিধা ভোগ করেন।
তিনি আরো বলেন সরকার দেশে কৃষকদের কথা চিন্তা করে  উন্নত জাতের বিভিন্ন ফসলের বীজ, সার ও কীটনাশক বিনামূল্যে  বিতরণ করছেন। যখন সরকার আপনাদের জন্য কাজ  করে যাচ্ছে, ঠিক তখনই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে  এই দেশের একশ্রেণীর মানুষেরা জ্বালাও পোড়াও  করে আবারও দেশে অগ্নি সন্ত্রাস শুরু করতে চাই।
শনিবার (২৯জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলার কামারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোহরাব হোসেন বাবলু মাস্টারের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুন অরেঞ্জ এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে   নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ,স,ম মাহামুদুল হক মুকুল, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলাল, রোকোনুল ইসলাম লুলু, তাঁতীলীগ নেতা আলতাফ হোসেন কুটিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সাম্প্রতিক মন্তব্য