logo
news image

শাবি পিএসএস অ্যালামনাই পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (পিএসএস) প্রাক্তন (অ্যালামনাই) শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৮ জুলাই ২০২৩) দিনব্যাপী শাবিপ্রবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক আলোচনা সভায় এ পুনর্মিলনীর উদ্বোধন ঘোষণা করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. দিলারা রহমান, পিএসএস বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান।
প্রধান অতিথির বক্তেব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পিএসএস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনামও বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের আউটকাম বেসড একাডেমিক কারিকুলামকে প্রতিনিয়ত অগ্রগতির দিকে নিয়ে যেতে অ্যালামনাইদের গঠনমূলক পরামর্শ গ্রহণ করা হচ্ছে। অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশে থাকবেন বলে আশা করেন তিনি। 
আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে স্মৃতিচারন ও মুক্ত আলোচনা সভা হয়।  
অ্যালামনাইয়ের সাধারণ সভায় নতুন কমিটির চারটি পদের নাম ঘোষণার মধ্য দিয়ে পুনর্মিলনী আয়োজনের সমাপ্তি হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top