লালপুরে গাঁজা ব্যবসায়ী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে এক কেজি গাঁজাসহ আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
বুধবার (২৬ জুলাই ২০২৩) আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর গ্রামের মৃত করম আলীর ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সুত্র জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুসকে এক কেজি গাজাসহ আটক করে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, আটক কুদ্দুস দীর্ঘ দিন থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য