শোক: সাবেক চেয়ারম্যান কে এম নিজাম উদ্দিন খাঁ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা কে এম নিজাম উদ্দীন (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) রাতে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এ সময় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) রমজান আলী সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, আওয়ামী লীগ নেতা আতিকুল হক আতিক, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, খায়রুল বাসার ভাদু, গোলাম কাউসারসহ বিভিন্ন দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জীবনবৃত্তান্ত: নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর গ্রামে ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন কে এম নিজাম উদ্দিন খাঁ। পিতা মরহুম এনায়েত উল্লাহ ও মাতা মরহুম রমেছা। স্ত্রী হালিমা খাতুন।
তিনি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি ও চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন ১০ বছর। লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
তিনি কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৯৭২ ও ১৯৮৪ সালে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক মন্তব্য