logo
news image

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফসিয়ার গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফসিয়ার গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. ফসিয়ার রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার (২৬ জুলাই ২০২৩) ভোর রাতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ ও সিপিসি-৩, যশোর ক্যাম্প, র‌্যাব-৬ এর যৌথ অভিযানে উপজেলার কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
তিনি যশোরের বাঘারপাড়ার ছোট খুদরা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, যশোর ক্যাম্প, র‌্যাব-৬ এর সহযোগীতায় অভিযান পরিচালনা করে ICT-BD [ICT-1], Case No. 11 of 2018 under section 20(1) of the International Crimes (Tribunals) Acts, ১৯৭৩ এর মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মো. ফসিয়ার রহমানকে  উপজেলার পানঘাটা সরদারপাড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
 উল্লেখ্য, মো. ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১  সালে মুক্তিযুদ্ধকালে অপহরণ, নির্যাতন, আটক, ৬ জনকে হত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এ রাজাকার মো. ফসিয়ার রহমানসহ যশোরের ৪ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমানিত হলে ২৫/০৬/২০২৩ তারিখ আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুন্যাল রাজাকার মো. ফসিয়ার রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মৃতুদন্ডের আদেশ প্রদান করেন। এ আদেশের পর হতে আসামী মো. ফসিয়ার রহমান ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। পরবর্তীতে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের পানঘাটা সরদারপাড়া এলাকা হতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক মন্তব্য