বাগাতিপাড়ায় আওয়ামীলীগের উন্নয়ন প্রচারে মোটর শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও তত্বাবধায়ক সরকারের নামে নাশকতা সৃষ্টির প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন প্রচারে এক মোটর শোভাযাত্রা বের করা হয়। সোমবার সন্ধ্যার পূর্ব থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই শোভাযাত্রা বের করা হয়।
প্রায় দেড় থেকে দুইশতাধিক মোটরসাইকেলে বহর নিয়ে শোভাযাত্রাটি একডালা থেকে শুরু হয়ে বাজিতপুর, রহিমানপুর, দেবনগর, কালিকাপুর, জামনগর বাজার প্রদক্ষিণ করে। পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজন করে।
সরকারের উন্নয়ন প্রচারের এই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পরে জামনগর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
সাম্প্রতিক মন্তব্য