বাগাতিপাড়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী উজ্জ্বলের গণসংযোগ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আরিফুল ইসলাম উজ্জ্বল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনসমাগম স্থানে আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরেন।
জনসংযোগের মাঝেই ওইদিন দুপুরে তমালতলা মোড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে এক পথসভায় আগামী নির্বাচনে লালপুর-বাগাতিপাড়া আসনে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে তাঁর শতভাগ আশার কথা ব্যক্ত করেন।
এসময় তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
সাম্প্রতিক মন্তব্য