বাজার তদারকি অভিযানে ৬ প্রতিষ্ঠানে লক্ষাধিক টাকা জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় বাজার তদারকি অভিযানে ৬ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ জুলাই ২০২৩) দিনব্যাপী লালপুর ও বাগাতিপাড়ার বিভিন্ন বাজারে নাটোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, র্যাব-৫, সিপিসি-২ নাটোরের সহায়তায় অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় লালপুর উপজেলার মোহরকয়া বাজারের হাবিবুর গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমানকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০ হাজার টাকা, বালিতিতা ইসলামপুরের ভূট্ট গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মো: ভূট্টকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০ হাজার টাকা, লালপুর বাজারের মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীর স্বত্বাধিকারী রাশেদকে পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫ হাজার টাকা, লালপুর বাজারের বর্ষা আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী মো আনোয়ারুল ইসলামকে পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫ হাজার টাকা, অমৃতপাড়া বাজারের নাজমুল সুপার আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারী. মো. নাজমুল ইসলামকে নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০ হাজার টাকা এবং বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়ার মনায়েম গুড় ভান্ডারের স্বত্বাধিকারী মো. মনায়েমকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৪০ চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অবহ্যত থাকবে বলে জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য