বাগাতিপাড়ায় ১০ দফা দাবিতে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের বাগাতিপাড়ায় কৃষিখাতে বরাদ্দবৃদ্ধিসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কৃষক সমিতির বাগাতিপাড়া উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ রাখা, সার্বজনিন রেশনিং পদ্ধতি চালু, ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নদ-নদীগুলোকে সচল করে ভূ-পৃষ্ঠের উপরিভাগের পানি ব্যবহারে ডেলটা প্ল্যান তৈরি, পচনশীল কৃষিদ্রব্য সংরক্ষণে হিমাগার স্থাপনসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারন সম্পাদক আঃ করিম, উপজেলা সভাপতি আঃ হাদী, সাধারন সম্পাদক আব্দুল আলীম, সহ-সভাপতি মশিউর রহমান মানিক, রফিকুল ইসলাম প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য