পুলিশের সতর্কবার্তা মাইকিং প্রচারণা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পুলিশের নিষ্ক্রিয়তায় ইজিবাইক ছিনতাই চক্র তৎপর হয়ে উঠেছে। গত চার দিনে চারটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে কেউ গ্রেপ্তার বা ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার হয়নি।
মঙ্গলবার (১৮ জুলাই ২০২৩) উপজেলা ব্যাপী অটোবাইক/ভ্যান চালকদের প্রতি সতর্কবার্তা মাইকিং করে প্রচারণা চালিয়েছে থানা পুলিশ। এতে অপরিচিত কারও কিছু না খাওয়া, অপরিচিত লোক রিজার্ভ করে নিরিবিলি জায়গায় না যাওয়া, সন্ধ্যার পরে অপরিচিত লোক নিয়ে ভাড়ায় না যাওয়া, অটোরিকশা নিজ দায়িত্বে পার্কিং করা, সন্ধ্যার পর নিরিবিলি রাস্তায় না যাওয়া এবং কাউকে সন্দেহ হলে অফিসার ইনচার্জ ০১৩২০-১২৪৬৭৮ অথবা ডিউটি অফিসারের ০১৩২০-১২৪৬৮৩ মোবাইলে অবহিত করার জন্য বলা হয়েছে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া ফার্মের রাস্তায় লালন হোসেন (২৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার গবরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সন্ধ্যার পরপরই লালন হোসেন তাঁর ইজিবাইকে অপরিচিত একজন যাত্রী নিয়ে লালপুর থেকে কাজীপাড়া হয়ে ভাটপাড়ার উদ্দেশে রওনা হন। রাত সোয়া আটটার দিকে ভাটপাড়া ফার্মের রাস্তায় নির্জন এলাকা দিয়ে যাওয়ার সময় ওই যাত্রী ছুরি দিয়ে তাঁর গলার সামনের অংশে আঘাত করে। এতে তাঁর গলার সামনের অংশ কেটে যায়। পরে দুর্বৃত্তরা তাঁকে গোপালপুর স্টেডিয়ামের সামনে তাঁকে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আহত ইজিবাইক চালক লালন হোসেনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত চালকের সঙ্গে থাকা আমিরুল ইসলাম বলেন, সোমবার রাতে লালনের একটি অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার আরেকটি অস্ত্রোপচার হবে।
এদিকে রোববার রাতে লিটন আলী (৩২) নামে চালককে পিটিয়ে আহত করে হাত-পা বেঁধে অজ্ঞান অবস্থায় উপজেলার শোভ গোরস্থানের কাছে ফেলে রেখে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। সোমবার সকালে তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। তিনি বাঘা উপজেলার আড়ানী চকরপাড়া গ্রামের খলিল প্রামানিকের ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের পাশে ভ্যান রেখে অসুস্থ নাতিকে দেখতে কিছু সময়ের জন্য হাসপাতালের ভেতরে ঢোকেন উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের ফরিদপুর গ্রামের ষাটোর্ধ্ব তাছের মণ্ডল। ফিরে এসে দেখেন, ভ্যানটি চুরি হয়ে গেছে। উপার্জনের একমাত্র সম্বল ভ্যানটি হারিয়ে কিস্তির টাকা পরিশোধ করা ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে তালা দিয়ে অটোরিকশা রেখে জুমার নামাজ আদায় করতে যান উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা সাজদার হোসেন (৩৫)। নামাজ শেষে বেলা দেড়টার দিকে মসজিদ থেকে বের হয়ে দেখেন তাঁর অটোরিকশাটি নেই, চুরি হয়ে গেছে। সপ্তাহে ৯ হাজার ৭০০ টাকা কিস্তিতে ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কেনা ব্যাটারিচালিত অটোরিকশা হারানো শোকে কান্নায় ভেঙে পড়েন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এসব ঘটনায় অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১২ জুলাই লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুইটি অটোরিক্সা উদ্ধারসহ অজ্ঞান পার্টি ও অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ করেন। এ প্রেক্ষিতে ১৩ জুলাই সন্ধ্যায় লালপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও দুই উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশ সুপারকে আদেশ দেন।
রোববার (১৬ জুলাই) নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজুল ইসলাম রিভিশন আবেদন করলে জেলা দায়রা জজ মো. শরীফউদ্দীন নিম্ন আদালতের দেওয়া মামলার আদেশ স্থগিত করেন।
এ ঘটনার পর পুলিশের নিষ্ক্রিয়তা ও বিপাকে পড়ার প্রেক্ষিতে অজ্ঞান পার্টি ও অটোরিক্সা ছিনতাইকারী চক্র তৎপর হয়ে উঠে। তারা একের পর এক অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।
সাম্প্রতিক মন্তব্য