logo
news image

নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হাতের রগ কর্তন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে নেশার টাকার জন্য এক ব্যক্তি স্ত্রী মোছা. আলিয়া বেগমকে (৪৫) ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বাম হাতের রগ কেটে দিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর চন্ডিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফ হোসেন (৫২) ওই গ্রামের মৃত বয়াজ উদ্দিনের ছেলে।
আহতের ভাগনে রকিবুল ইসলাম (২৪) বলেন, কিছু দিন আগে ৩ লাখ টাকায় কয়েকটি গরু বিক্রি করে নেশা ও জুয়ার আসরে শেষ করে ফেলেন আরিফ হোসেন। এ নিয়ে পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ বিষয়ে থানায় অভিযোগ করে কোন ফল হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় আরিফ হোসেন বাড়ির গরু-ছাগল বিক্রি করে নেশার টাকা জোগাড়ের কথা বললে তার স্ত্রী আলেয়া বেগম বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে তার বাম হাত ক্ষতবিক্ষত করলে রগ কেটে যায়। গুরুতর আহত আলেয়া বেগমকে আত্মীয়-স্বজন উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, আরিফ হোসেন মাদকের নেশাগ্রস্থ ও নিয়মিত আসরে জুয়া খেলেন। বাড়ির গরু-ছাগল ও জিনিসপত্র বিক্রি করে নেশা ও জুয়ার টাকা যোগাড় করে নিঃস্ব হয়ে গেছেন। এ নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করতো।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য