logo
news image

বাগাতিপাড়ায় প্রধান সড়কে গাছ ফেলে সড়ক বন্ধ করে মানববন্ধন


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 
নাটোরের বাগাতিপাড়ার প্রধান সড়ক দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। তার প্রতিবাদে উপজেলার প্রাণকেন্দ্র পৌরসভার সোনা পাতিল এলাকায় রোববার সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত এই এক ঘন্টা সময় গাছ ফেলে সড়ক বন্ধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে সাময়িক বিড়ম্বনার শিকার হয়েছেন চলাচল কারীরা। পরে পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিনের আশ্বাসে সড়কের উপর থেকে গাছ সরিয়ে নেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,  প্রধান ও জনগুরুত্বপূর্ণ বাগাতিপাড়া-নাটোর সড়কের উপজেলা সদর থেকে বিহাড়কল মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কর্তৃপক্ষের সড়কটির প্রতি কোন নজর নেই। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ টি স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীর গাড়ি, উপজেলার সরকারি সমস্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নিজ উপজেলারসহ আশেপাশের কয়েকটি উপজেলার হাজার-হাজার মানুষ ও গাড়ি চলাচল করে। আর এই চলাচল করতে গিয়ে সড়কের বড়ো গর্ত গুলোতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে চলাচলের একেবারে অনুপযোগি হয়ে পড়ছে সড়ক। চলাচলের সময় মানুষের পোশাক ও শরীর কাদায় মেখে যায়। তাই অতি দ্রুত সড়কটির টেকসই সংস্কারের দাবি জানান তাঁরা। তা নাহলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত থেকে স্থানীয় সাথী খাতুন বলেন, সড়কটির এমনই বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টি হলেই ছেলে-মেয়েরা পর্যন্ত বিদ্যালয়ে যেতে চায়না। মানুষ চলাচলের কোনরকম পরিস্থিতি থাকে না। দ্রুত তিনি সড়কটি সংস্কারের দাবি জানান।

সোনাপাতিল মহল্লার রুহুল আমীন বলেন, মেয়র মহোদয়ের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। কিন্তু দ্রুত টেকসই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা না হলে পৌর এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান। 

গাছ ফেলে সড়ক বন্ধ করার খবর পেয়ে পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, পৌরসভাটি তৃতীয় শ্রেণির হওয়ায় বরাদ্দ খুবই কম। যা-দিয়ে এই ব্যয়বহুল বড় সড়কটির কাজ করা সম্ভব হচ্ছেনা। তবে জন দুর্ভোগের কথা চিন্তা করে দুই-একদিনের মধ্যেই ইট দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এবং  আরসিসি ঢালাই দিয়ে টেকসই সড়ক নির্মাণের জন্য অনেক আগে থেকেই উপজেলা প্রকৌশল দপ্তরের সাথে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা যায় খুব শীগ্রই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার বলেন, সড়কটির টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যৌথ ভাবে কাজ করছেন। আশা করছি খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

সাম্প্রতিক মন্তব্য