একটানা ৭২ ঘন্টা অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের একটানা ৭২ ঘন্টা অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ জুন ২০২৩) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রানীগ্রামের (কাছিকাটা বাজার) মো. খোকন কাজীর ছেলে মো. আতিকুল ইসলাম আতিক (২৩), দড়ি বামনগাড়া গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান রাজা (২২) ও মশিন্দা (ঝিনাইগাড়ী) গ্রামের -মো. রফিক প্রাংয়ের ছেলে মো. রাসেল প্রাং (৩৬)। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটো গাড়ী ও ছিনতাইকৃত ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা বিশ্বরোড মোড়ে ওয়ালটন শো-রুমের মালিক উপজেলার হাঁসমারী গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মো. বিপ্লব হোসেন (৩৫) গত সোমবার (২৫ জুন ২০২৩) রাত পৌনে ১০টার দিকে ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে একই গ্রামের মৃত মনোরুদ্দিন সরদারের ছেলে মো. খোরশেদ আলীকে (৫০) সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। হাঁসমারী গ্রামস্থ এ্যান্ট্রাকো গ্যাস পাম্পের অনুমান ১০০ গজ পূর্ব দিক বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সাথে সংযুক্ত পার্শ্ব রাস্তায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তাদের মোটর সাইকেল গতিরোধ করে এলোপাথারীভাবে গাছের ডাল ও লোহার রড দিয়ে মো. বিপ্লব হোসেনকে ডান হাতের কব্জিতে, মাথার পিছনে, মাথার সামনের অংশে ও মাথার মাঝখানে কাটা গুরুতর রক্তাক্ত জখম করে নগদ টাকা ও ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার সঙ্গী মো. খোরশোদ আলী ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও গাছের ডাল দিয়ে আঘাত করে ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতদের ডাক-চিৎকারে পথচারী লোকজন তাদের উদ্ধার বাড়িতে খরব দেন। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাদেরকে নিয়ে গিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মো. বিপ্লব হোসেনের বড় ভাই মো: শাহিনুর রহমান (৪৮) বাদি হয়ে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে গুরুদাসপুর থানার মামলা নং-৩১, তারিখ-২৬/০৬/২০২৩ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মামলার প্রেক্ষিতে নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (সিংড়া সাকেল) মো. আকতারুজ্জামান মহোদয়ের সার্বিক সহযোগীতায় তাঁর নেতৃত্বে গুরুদাসপুর থানা এলাকাসহ আশপাশ থানা এলাকায় একটানা ৭২ ঘন্টা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের গ্রেপ্তারসহ ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোসহ ছিতাইকৃত টাকার মধ্যে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি: ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে গ্রেপ্তারকৃত আসামি মো. আতিকুল ইসলাম আতিক নিজের দোষ স্বীকার করেছেন বলে ওসি জানান।
সাম্প্রতিক মন্তব্য